বামনগোলা: সম্প্রতি ২০২৪ লোকসভার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ পাঠ করে নিয়েছেন। উত্তর মালদা বিজেপি সাংসদ দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হাওয়াই পদ্ম শিবিরের পক্ষ থেকে জেলা জোড়া শুরু হয়েছে বিজয় মিছিল। শুক্রবার বিকেল বেলা বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বিজয় মিছিল করলেন দ্বিতীয়বারের নির্বাচিত উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, তারই পাশাপাশি উত্তর মালদার সকল ভোটারদের কৃতজ্ঞতা জানালেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সাথে ছিলেন বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। প্রথমে হবিবপুর ব্লকে বিজয় মিছিল যাত্রা করা হয়। , তারপর শুক্রবার বিকেলে পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে ব্যান্ড বাজিয়ে একে অপরকে আবির নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপির কর্মীরা । এই কর্মসূচিতে যোগ দিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এলাকাতে পৌঁছতেই BJP কর্মী ও নেতৃত্বরা এবং সেখানকার সাধারণ ভোটার সহ বিজেপি নেতাকর্মীরা মিলে তার গলায় মালা পরিয়ে, মুখ মিষ্টি করিয়ে শুভেচ্ছা, অভিনন্দন জানান। এরপর তিনি দ্বিতীয়বারের জন্য। সাংসদ নির্বাচিত করার জন্য বামনগোলা বাসিকে ধন্যবাদ, জানান খগেন মুর্ম।
উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত।, উত্তর মালদা সংসদের বিজপি বিজয় প্রার্থী খগেন মুর্মু, BjP হবিবপুর মন্ডল ২ এর সভাপতি অমিত ঘোষ,হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখি রানী সাহা, বিনা সরকার কিতনিয়া সহ অন্যান্যরা বিজেপি কর্মী সমর্থকরা।