আলিপুরদুয়ার: বন্ধ চা বাগানের শ্রমিকদের কম পরিমাণে রেশন সামগ্ৰী প্রদান করা হচ্ছে এই অভিযোগে রায়মাটাং চা বাগানের শ্রমিকরা রেশন দোকানে এসে বিক্ষোভে সামিল হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ।
আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগান প্রায় নয় মাস থেকে বন্ধ এই চা বাগান। কোনোক্রমে কষ্টে দিনপাত করছে বাগানের প্রায় এক হাজার শ্রমিক পরিবার। সরকারি রেশন বর্তমানে প্রধান রসদ বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকদের কিন্ত এই বন্ধ বাগানের শ্রমিকদের কম পরিমাণে রেশন সামগ্ৰী প্রদানের অভিযোগ উঠলো।
প্রতিটি পরিবার 21 কেজি চাল 14 কেজি আটা মোট 35 কেজি পাওয়ার নিয়ম কিন্ত অভিযোগ দুই কেজি করে কম দিচ্ছে রেশন ডিলার। এদিন বাগানের শ্রমিকরা রেশন দোকানে এসে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে ঘটনাস্থলে কালচিনি পুলিশ পৌছায়।
যদিও রায়মাটাং চা বাগানের রেশন ডিলার কানু গোয়েল জানান রেশন সঠিক ভাবেই দেওয়া হচ্ছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বন্ধ চা বাগানের শ্রমিকদের কম পরিমাণে রেশন সামগ্ৰী প্রদান করা হচ্ছে এই...