আলিপুরদুয়ার: জয়গায় ১১ লক্ষ টাকা তছরূপের অভিযোগে অ্যামাজন ডেলিভারি সেন্টারের ম্যানেজার ও এক ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। আজকে তাদেরকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। ম্যানেজার এবং ডেলিভারি বয় জয়গাঁ এলাকার বাসিন্দা। গত ২৭ এ মে আমাজন সেন্টার থেকে ১১ লক্ষ টাকা মিলছিল না দেখে অভিযোগ জানানো হয় জয়গা থানায়।খুব সন্তর্পনে তদন্ত চালাচ্ছিল পুলিশ। ডেলিভারি বয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পুলিশের তরফে। আজকে সকালে ম্যানেজার এবং ডেলিভারি বয় কে গ্রেফতার করা হয়। তাদের আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে। ১১ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর জয়গায় ১১ লক্ষ টাকা তছরূপের অভিযোগে অ্যামাজন ডেলিভারি সেন্টারের ম্যানেজার ও এক...