কোচবিহার:-
নির্বাচনী ফল ঘোষণার পর আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে কোচবিহারে এলেন রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে থাকা ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে কথা বলেন পাশাপাশি দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি । শুভেন্দু অধিকারী বিজেপি কার্যলয়ের থাকা কর্মীদের সাথে কথা বলেন তাদের উপর কি অত্যাচার হচ্ছে সেসব সোনেন। আগামী কাল তিনি রাজ্য পালের সাথে দেখা করবেন এই সমস্ত বিষয় নিয়ে বলে তিনি জানান । প্রতিনিধি দল হিসেবে এখন থেকে কয়েকজন কে নিয়ে যাবেন ও রাজ্যপাল কে তিনি আবেদন করবেন যে কোচবিহার এই সব এলাকা পরিদর্শনে করার জন্য আসতে ।