শিলিগুড়ি:-
কুয়ো পরিষ্কার করতে নেমে ভয়াবহ দুর্ঘটনা মৃত দুই আহত এক।ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরল এলাকায়।এদিন ঘটনাটি ঘটায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরা লাইন এলাকায়।জানা যায় তিন ব্যক্তি একটি বাড়িতে কুয়ো পরিষ্কার করতে নামে।এরপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান তাদের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।এর পরেই তড়িঘড়ি খবর দেওয়া হয়।ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে,মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।তাদের তৎপরতায় কুয়তে অক্সিজেন না থাকায় ফ্যান চালিয়ে পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হয়।এরপরেই একজনের জ্ঞান আসে এর পর দুজনকে বেঁধে উপরের তোলার চেষ্টা করে।এর পরেই উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।মৃত ২ যুবকের নাম আশিক টপ্পো (২২),বিজয় কুজুর (২৪),ওই এলাকারি বাসিন্দা।মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানো হবে।ঘটনায় রীতিমতো শোকের ছায়া এলাকায়