সংশোধনাগার চিকিৎসা কক্ষের ঘুলঘুলি ভেঙে পালালো বিচারাধীন বন্দী। তুমুল হইচই বালুরঘাট জেলা হাসপাতালে। পলাতকের খোঁজে হন্যে হয়ে পুলিশ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ মে ——— সংশোধনাগার চিকিৎসা কক্ষের বাথরুমের ঘুলঘুলি ভেঙে পালালো বিচারাধীন বন্দী। পলাতকের খোঁজে হন্যে হয়ে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট জেলা হাসপাতালের। ঘটনার পরেই মহাবুর সরকার নামে ওই বিচারাধীন বন্দীর বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তপনের হজরতপুর এলাকার বাসিন্দা তথা অভিযুক্ত মহাবুর সরকার বেশ কয়েকদিন আগে চুরির অপরাধে গ্রেফতার হয়েছিল তপন থানার পুলিশের হাতে। যারপরেই তার ঠাই হয়েছিল বালুরঘাটের কেন্দ্রীয় সংশোধনাগারে। যেখানে থাকাকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালের সংশোধনাগার চিকিৎসা কক্ষে। যেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে বাথরুমের ঘুলঘুলি ভেঙে পালাতে সক্ষম হয় ওই বিচারাধীন বন্দী। যে খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয়। যদিও এরপরেই কিছুটা নড়েচড়ে বসে ওই বাথরুমের ঘুলঘুলি পুরো সীল করে দেয় হাসপাতাল কতৃপক্ষ। এদিকে এই ঘটনা নিয়ে ওই বিচারাধীন বন্দীর খোঁজ করতে লিখিত অভিযোগ জানিয়ে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংশোধনাগার কতৃপক্ষ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, অভিযোগ পেয়েই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।