কোচবিহার – : বুধবার মাথাভাঙ্গা শহরে একটি রেস্ট্রুরেন্ট অভিযান চালিয়ে বাসি ও পচা খাবার বাজেয়াপ্ত করলো আধিকারিকরা।এদিন ফুড সেফটি অফিসার ও মাথাভাঙ্গা পৌরসভার অধিকারীকরা অভিযান চালায়। মাথাভাঙ্গা পৌরসভার ভেক্টর কন্ট্রোল মনিটারিং আধিকারিক প্রদ্যুৎ সাহা জানান পৌরসভায় বেশ কিছু অভিযোগ জমা পড়েছে ফাস্ট ফুড বিক্রি করা দোকানগুলোর বিরুদ্ধে।সেই অভিযোগ পেয়ে এদিন অভিযান চালানো হয় প্রচুর বাসি খাবার বাজেয়াপ্ত করা হয়েছে।দোকান মালিককে নোটিশ করা হয়েছে।ধারাবাহিক ভাবে পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অভিযান চলবে
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মাথাভাঙ্গা শহরে একটি রেস্ট্রুরেন্ট অভিযান চালিয়ে বাসি ও পচা খাবার বাজেয়াপ্ত করলো...