সীমান্তে সোনা পাচারের অভিনব কৌশল!হিলির হাড়িপুকুরে মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার ৫২ লক্ষ টাকার সোনা। বিএসএফের তল্লাশিতেই উঠে আসে সফলতা

0
395

সীমান্তে সোনা পাচারের অভিনব কৌশল!হিলির হাড়িপুকুরে মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার ৫২ লক্ষ টাকার সোনা। বিএসএফের তল্লাশিতেই উঠে আসে সফলতা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ মে ——– গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের ছক। হিলির হাড়িপুকুর থেকে উদ্ধার ৫২ লক্ষ টাকার সোনা। ঘটনায় আটক করা হয়েছে এক মহিলাকেও। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাড়িপুকুর এলাকার। ঘটনার পরেই উদ্ধার হওয়া ছয়টি সোনার বিস্কুট শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। আটক মহিলাকে তোলা হয়েছে বালুরঘাট জেলা আদালতে। বিএসএফ সুত্রের খবর অনুযায়ী ধৃত ওই মহিলার নাম খতেজা বিবি (৩৬) বাড়ি হিলির হাড়িপুকুর গ্রামে। সোমবার বিকেলে কাটাতারের ওপারের গ্রাম বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাঁড়িপুকুরে এক সন্দেহভাজন মহিলাকে আটক করে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। মহিলার দেহ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় ধরা পড়ে তার শরীরের কোথাও ধাতব কিছু লুকোনো রয়েছে। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই বিএসএফ জওয়ানদের কাছে মহিলা নিজেই স্বীকার করে নেন তার গোপনাঙ্গে সোনা লুকিয়ে রাখার কথা। এরপরেই একে একে নিজের গোপনাঙ্গ থেকে মোট ৬টি সোনার বিস্কুট বের করে দেন ওই মহিলা বলে জানা গেছে। উদ্ধার হওয়া যে সোনার বাজার মূল্য ৫২ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা। ওইদিন সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ধৃত ওই মহিলাকে হিলি শুল্কদপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা।

প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের ওপারের এই হাড়িপুকুর গ্রামটি ক্রমশঃ সোনা পাচারের করিডর হয়ে উঠেছে। সম্প্রতি বেশ কিছু সফলতাও উঠে এসেছে বিএসএফের হাতে। চলতি মাসেই এই এলাকা দিয়ে পাচারের সময় গোপন খবরের ভিত্তিতে জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবককে আটক করেছিল বিএসএফ। যার তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছিল প্রায় ৭৫ লক্ষ টাকার সোনা। ফের সেই এলাকা দিয়ে এবারে মহিলাকে কাজে লাগিয়ে সোনা পাচারের ছক কষেছিল পাচারকারীরা। গোপন খবরের ভিত্তিতে যে মহিলার শরীরে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে প্রায় ৫২ লক্ষ টাকার সোনার বিস্কুট। এদিন ধৃত সেই মহিলাকে বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে শুল্ক দফতরের অপরাধ দমন শাখা।

শুল্ক দফতরের সরকারী আইনজীবী সুদীপ কুমার রায়চৌধুরী বলেন, সোনা পাচারের অপরাধে গ্রেফতার হওয়া ওই মহিলাকে এদিন আদালতে তোলা হলে বিচারক ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here