সামাজিক সম্মানের সঙ্গে চাকরি ফিরে পেতে সভা করল

0
2718

গঙ্গারামপুর,১৯ মে : সামাজিক সম্মানের সঙ্গে চাকরি ফিরে পেতে সভা করল দক্ষিণ দিনাজপুর জেলা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কর্মকর্তারা। ঠিক করা হল কলকাতার এসএসসি অফিসের সামনে আন্দোলনের রূপরেখা।
উল্লেখ্যে গত মাসের ২২ তারিখে প্রায় ২৬ হাজার এসএসসি শিক্ষকের চাকরি বাতিল হয়। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৩৫০ জন শিক্ষক,শিক্ষিকার চাকরি যায়। যদিও নিজেদের যোগ্য দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার চাকরি হারানো শিক্ষক,শিক্ষিকারা নিজেদের যোগ্য দাবি করে সরব হয়েছে। এমন কী যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এমাসের ২৭ তারিখে কলকাতা এসএসসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে অংশ নেবে এজেলার চাকরি হারানো সাড়ে ৩০০ শিক্ষক শিক্ষিকা। তার আগে এদিন প্রস্তূতি সভা করল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এজেলার কর্মকর্তারা। প্রচন্ড গরম উপেক্ষা করে রবিবার দুপুরে সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের নাট্য সংসদের সভাকক্ষ্যে। সভায় হাজির হওয়া চাকরি হারানো শিক্ষক,শিক্ষিকা নিজেদের যোগ্য দাবি করে সরব হন। তুলে ধরেন একাধিক বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here