১৫ বছরে পদার্পণ করল বালুরঘাটের আবৃত্তি চর্চা কেন্দ্র ‘আবৃত্তাঙ্গণ’

0
159

১৫ বছরে পদার্পণ করল বালুরঘাটের আবৃত্তি চর্চা কেন্দ্র ‘আবৃত্তাঙ্গণ’। জমকালো অনুষ্ঠানের আয়োজন বালুরঘাটে । বিশ্বউষ্ণায়ণ থেকে বাঁচতে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে অনুষ্ঠান ঘিরে ।

জমকালো বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করল আবৃত্তাঙ্গণ । ১৫ বছরে পদার্পণ করে বালুরঘাটের আবৃত্তি চর্চা কেন্দ্রের এমন উদ্যোগ । গতকাল ছিল তাদের বার্ষিক অনুষ্ঠান। প্রতিবছর বার্ষিক অনুষ্ঠান ঘিরে দর্শকদের সচেতন করতে থিম বেছে এই সংস্থা। এবারে বিশ্ব উষ্ণায়ণকে থিম করা হয় অনুষ্ঠানে। কর্মসূচী ঘিরে প্রতিপদেই পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ গাঙ্গুলী, কবি সুরোজ দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এদিন এই আবৃত্তির চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বিশিষ্টদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বালুরঘাটের দুই কৃতি সন্তান উদয়ন প্রসাদ এবং জয়দীপ সামন্তকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, সংস্কৃতির শহর নামে পরিচিত বালুরঘাট। লোকসভা নির্বাচনের কারণে প্রায় দুমাস এই শহরে সংস্কৃতি চর্চা হয়নি বললেই চলে। ভোট পর্ব মিটে যেতেই শহরের বিভিন্ন দলগুলি আবার সংস্কৃতি চর্চায় মেতেছে। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here