কোচবিহার :- আবারো চল্য গুলি শীতলকুচিতে। গতকাল গভীর রাতে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃনমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায় লালবাজার চৌপতিতে সাংগাঠনিক মিটিং সেড়ে যখন বাড়ি আসছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । এরপর তাকে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । বর্তমান সেখানে চিকিৎসা দিন রয়েছে খবর। খবর অনুযায়ী তার হাঁটুর উপরে গুলি লেগেছে। কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ। ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো রকম মন্তব্য করতে চাইছে না । তবে আহত কে বেসরকারি হাসপাতালে দেখতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি আব্দুল জলিল আহমেদ । তিনি বলেন বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা গুলি করেছে । তবে এলাকায় বিজেপির দাপট রয়েছে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।
যদিও এই ঘটনা নিয়ে বিজেপির শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন তাদের বিজেপির উপর দোষ চাপানো ছাড়া কোন কাজ নেই । নির্বাচনের আগে ওপরে যেভাবে বন্দুক বোমা চলছে । প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক । রাজ্যের অবস্থা খুবই খারাপ