জলপাইগুড়ি(মালবাজার)
হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হলো পাঁচটি দোকান। জলপাইগুড়ির মালবাজার শহরের ঘটনা। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে এদিন উচ্ছেদ অভিযান করে জাতীয় সড়ক কতৃপক্ষ। ঘটনাস্থলে ছিল মাল থানার বিশাল পুলিশ বাহিনী।
মালবাজারের সুভাষ মোড় সংলগ্ন এলাকায় একটি শপিং কমপ্লেক্স রয়েছে। অভিযোগ ছিলো সেই শপিং কমপ্লেক্সের সামনেই সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছিলো পাচটি পাকাপোক্ত দোকান। বেআইনিভাবে তৈরী হওয়া ওই দোকানগুলির কারণে কারনে সমস্যায় পড়তে হচ্ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে। সেই কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। দখলকারী পক্ষও মামলা করে। প্রথমে সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। ১৪ই মে মামলার রায়দান করে ডিভিশন বেঞ্চ। রায় যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে । তিনদিনের মধ্যে ওই দোকানগুলি ভেঙ্গে ফেলার জন্য জাতীয় সড়ক কতৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। সেইমত ওই ব্যবসায়ীদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীরা দোকান থেকে নিজেরাই ব্যবসায়ীক সামগ্রী সরিয়ে নেন। এরপর শুক্রবার অভিযানে নামে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শপিং কমপ্লেক্সের সামনে থাকা ওই পাঁচটি দোকান জেসিবি মেশিন লাগিয়ে ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদে বাধা না দিলেও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ভিস বাইট👇