উদ্ধার ৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট

0
313

উন্মুক্ত সীমান্তকে কাজে লাগিয়ে সোনার বিস্কুট পাচারের ছক দক্ষিণ দিনাজপুর জেলায় । গোপন খবরে পাচার আটকে দিল বিএসএফ বাহিনী । উদ্ধার ৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট । আটক এক অভিযুক্ত ।

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বিএসএফ বাহিনী । সোনা পাচারের ছক বাঞ্চাল করে এক অভিযুক্তকে পাকড়াও করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । সূত্রের খবর, মোট ৯টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ । ধৃত যুবকের নাম জিন্নাত আলি মন্ডল(২১)। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । জানাগেছে, গোপন সূত্রে বিএসএফের কাছে খবর আসে, এক যুবক পাচারের উদ্দেশ্যে ৯টি সোনার বিস্কুট নিয়ে যাচ্ছে। যার পরেই বিএসএফ-এর ৬১নং ব্যাটেলিয়নের হিলি বর্ডার আউটপোস্টের জওয়ানরা অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় ৯টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া ৯টি সোনার বিস্কুটের ওজন ১০৩৯.৪৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫.৫ লক্ষ টাকা। ঘটনার প্রাথমিক তদন্তে বিএসএফ কর্তৃপক্ষের দাবী, সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল । যার খবর গোপন সূত্রের চলে আসে বিএসএফের কাছে । উল্লেখ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা সামনে এসেছে । তবে অনেক ক্ষেত্রেই পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি বিএসএফ বাহিনী বলে অভিযোগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here