গরম থেকে স্বস্তি দিতে পাখিদের জন্য নানা উদ্যোগ গ্রহণ

0
126

তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও।এই গরমে তারা যেন একটু স্বস্তি পায়,সে জন্য নানা উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশান।পাখিদের পাশে দাঁড়িছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল,আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি কর হয়েছে কৃত্রিম বাসা।সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র।ঠান্ডা ফলও দিতেও দেখা গিয়েছে অনেকে।এবার গাছে জলের পাত্র রেখে এই রকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশান সদস্যরা।শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখীদের জন্য রাখলো তারা।সংস্থার সভাপতি রাজু পাল জানান,পাখীরা গাছেই থাকে সে করানে গাছেই তাদের জলের ব্যবস্থা করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here