পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশকয়েজন

0
129

ইসলামপুর

পুরোনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশকয়েজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপাসড় এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে ইসারুল হকের সাথে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিক বার শালিসিসভা হলেও বিবাদ মেটেনি। অভিযোগ রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইসারুল হকের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুই পক্ষকেই নিজেদের জমি বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here