আর দুই,তিনদিন পানীয় জল দেওয়া সম্ভব,আগাম সংকেত মেয়রের

0
168

আর দুই,তিনদিন পানীয় জল দেওয়া সম্ভব,আগাম সংকেত মেয়রের

শিলিগুড়ি:-

শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা।ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়।শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে।যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম।তবে রিজর্ভারে যা জল রয়েছে তা আর দু থেকে তিনদিন শহরে পানীয় জল পরিশেবা দেওয়া সম্ভব এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।তিনি জানান,আগামী দু,তিনদিন পর থেকে পানীয় জল সরবরাহ প্রায় সম্পুর্নরুপে বিঘ্নিত হবে।তবে পুরসভা ও পি এইচ ই যত দ্রুত সম্ভব পরিশেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here