কুইজাস্ত্রকে হাতিয়ার করে এগোচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থা

0
169

দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলায় কুইজ ছড়িয়ে দিতে উদ্যোগ । ফ্ল্যাগশিপ অনুষ্ঠান হিসাবে “কুইজাস্ত্র”কে বেঁছে নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থা । দুই দিনাজপুরের সেরা কুইজারদের নিয়ে লিজেন্ড প্রিমিয়ার লীগ অর্থাৎ LPL নামে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়েছে বালুরঘাটে । যেখানে দুই জেলার ৮ থেকে ৮০ সেরা কুইজাররা অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। সেই কর্মসূচির অংশ হিসেবে LPL ২৪ অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটের নাট্য তীর্থ নাট্যমঞ্চে। যেখানে ১৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে । এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি শনিবার এবং রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা আকাশ চাকী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here