কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত লাহুতাড়া ২ নং অঞ্চলের বাহনগাঁও ভাঙ্গাপাড়া গ্রামে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে। কি কারনে কিশোরী আত্মহত্যা করল সেব্যাপারে পরিবারের লোকেরা অন্ধকারে আছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার মোবাইলে অপরিচিত বেশ কয়েকজন যুবকের ফোন নম্বর মিলেছে ।পুলিশের কাছে সেই মোবাইল ফোনটি তুলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে মৃত্যুর সঠিক কারন উদঘাটন করবে। মৃত্যুর জন্য কেউ দায়ী হলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করে তদন্ত শুরু করেছে। লাহুতাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্য পরমানন্দ বসু জানান মৃত কিশোরীর নাম পুনম মাহাতো, বাড়ি ভাঙ্গাপাড়ায়, আনুমানিক বয়স ১৫ বছর, বাহনগাঁও স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।