মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা রেজাল্ট করেছে গঙ্গারামপুরের সেন্ট পলস রাজীবপুর, সাধুবাদ জানিয়েছেন সকলেই

0
553

আইসিএসসি বোর্ডে এবছরের মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা রেজাল্ট করেছে গঙ্গারামপুরের সেন্ট পলস রাজীবপুর, সাধুবাদ জানিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ৭মে দক্ষিণ দিনাজপুর। আইসিএসসি বোর্ডে উল্লেখ্যযোগ্য সাফল্য পেল গঙ্গারামপুরের একটি নামকরা ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র। এবছর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মধ্যে নাম করা আইসিএসসি বোর্ড দ্বারা পরিচালিত গঙ্গারামপুর শহরে অবস্থিত সেন্ট পালস স্কুল রাজীবপুর ইংরেজী মাধ্যম স্কুলে ৩৩জন ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়েছিল, তাঁর মধ্যে সকলেই পাশ করেছে ভালো নম্বর নিয়ে। উল্লেখযোগ্যভাবে ১২জন ছাত্র ছাত্রী৯০% উপরে নম্বর পেয়েছে। ৯৭,৬% নম্বর পেয়ে আইসিএসসি বোর্ডে এবছরের মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হয়েছে প্রীতম খাসনবিশ। প্রীতম জানাল, সকলের অবদান রয়েছে এমন সাফল্য পাবার পিছনে। ভবিষৎতে চিকিৎসক হয়ে সাধারন মানুষজনদের সেবা করতে চায় সে।প্রীতমের বাবা জানান, ছেলে স্কুল ও জেলার সন্মান উচু করেছেন। ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের প্রিন্সিপাল জানান, আমাদের স্কুলের আইসিএসসি বোর্ডে ছাত্র ছাত্রীরা জেলার মধ্যে সেরা রেজাল্ট করেছে। সেন্ট পালস স্কুল রাজীবপুরে আইসিএসসি বোর্ডে পড়াশুনা করলে তাদের ভবিষৎ উজ্জ্বল হবেই। স্কুলের এমন সাফল্যে খুশি হয়েছেন সকলেই।

২০১০ সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে রাজীবপুরে গড়ে ওঠে আইসিএসসি বোর্ড দ্বারা পরিচালিত সেন্ট পালস রাজীবপুর ইংলিশ মাধ্যম স্কুলটি। প্রথমে ইউকেজি থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত স্কুলটি গড়ে ওঠে। প্রথমে মাত্র অল্প কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে পথচলা শুরু হলেও খুব অল্প দিনের মধ্যেই আইসিএসসি বোর্ডে মাধ্যমিকস্তরে অন্তভুক্ত হয় বলে এই স্কুলটি বলে যানা গেছে। বর্তমানে ইউকেজি থেকে মাধ্যমিক পর্যন্ত আইসিএসসি বোর্ডে সেন্ট পালস স্কুল রাজীবপুরে ১১০০জন ছাত্র ছাত্রীর জন্য ৩৩জন উচ্চশিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন।স্কুল সুত্রে যানা গিয়েছে, সেন্ট পালস স্কুল রাজীবপুরে আইসিএসসি বোর্ডে তরফে ৩৩জন ছাত্র ছাত্রী এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল। তাঁর জন্য ৩৩জনই বেশ ভালো নম্বর নিয়ে পাশ করেছে। স্কুলের মধ্যে ৯৭,০৬% নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম তথা জেলার মধ্যে ভালো রেজাল্ট করেছে গঙ্গারামপুরের কালদিঘী এলাকার বাসিন্দা পেশায় ঔষুধের ব্যবসায়ী মলয় খাসনবিসের একমাত্র ছেলে প্রতীম খাসনবিস। প্রীতমের মা গৃহবধূ সহ তিনজনের সংসার।

প্রতীম জানাল,পড়াশুনা করার নির্দিষ্ট কোন সময় ছিল না আমার। আইসিএসসি বোর্ডে ৯৭,০৬% নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম হয়েছি।ভবিষ্যৎ চিকিৎসক হয়ে সমাজের সেবা করাবেন বলে সে জানায়। আমার এমন সাফল্যের পিছনে বাবা, মা, গৃহশিক্ষক, সহ সেনস পলর্স স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সকলের অবদান রয়েছে।

এদিন স্কুলের তরফে মাধ্যমিকে কৃতীদের হাতে মার্কসিট তুলে দেওয়া হয়।সেই সঙ্গে তাঁদের ফুলের তোড়া দিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সন্মান জানান।এবছরের আইসিএসসি বোর্ডের মাধ্যমিকে জেলার প্রথম হওয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকদের হাতে।

প্রীতমের বাবা মলয় খাসনবিস জানান, ছেলের এমন সাফল্যে আমরা দারুন খুশি। ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ সহ সকলকে।

সেন্ট পালস স্কুল রাজীবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রন্সিপাল ফাদার অমিত খালকো জানিয়েছেন, আইসিএসসি বোর্ডের এবছরের মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীরা জেলার মধ্যে সেরা হয়ে ভালো রেজেন্ট করতে পারে আমরা প্রমান করলাম।এই স্কুলে ছাত্র ছাত্রীদের ভবিষৎ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই কাজ করে যাচ্ছি। সেন্ট পালস স্কুল রাজীবপুরের ছাত্র ছাত্রীদের এমন সাফল্যে খুশি হয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here