গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে গঙ্গারামপুর থানার গোটাহারমোড় এলাকা থেকে কুখ্যাত এক নিষিদ্ধ পাচারকারীকে নেশার এমকেডিল কাফ সিরাপ ,ট্যাবলেট সহ গ্রেফতার করল। কুখ্যাত ধৃত অভিযুক্ত হবিবর রহমানকে মঙ্গলবার পাঠানো হলো আদালতে, আবেদন করা হলো পুলিশ হেফাজতের
গঙ্গারামপুর, ৭মে ,দক্ষিণ দিনাজপুর: নিষিদ্ধ এমকেডিল কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট বাংলাদেশে পাচার করার আগেই কুখ্যাত অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তের বাড়ি থেকেই ৬৬৪বোতল এমকেডিল কাফ সিরাফ ও ৪হাজার বোতল নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ,যার দাম ২লক্ষ ৪৫ হাজার টাকা।সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ একাধিক অফিসারকে সঙ্গে নিয়ে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গোটাহারমোড় এলাকা থেকে কুখ্যাত ওই অভিযুক্ত হবিবর রহমানের বাড়িতে অভিযান চালায় ।মঙ্গলবার পুলিশ তাকে আদালতে পাঠায় নিজেদের হেফাজত চেয়ে। গঙ্গারামপুর থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার মোড় এলাকার বাসিন্দা একাধিক মামলায় অভিযুক্ত কুখ্যাত নিষিদ্ধ পেনসিডিল কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত হবিবুর রহমান ওরফে হ্বুর বাড়িতে প্রচুর পরিমাণে এমকেডিল কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট মজুত করা হয়েছে। যা বাংলাদেশে পাচারের জন্যই তা মজুদ করা হয়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। এখবর পাবার পরেই গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য, গঙ্গারামপুরের মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে গঙ্গারামপুর থানার আইসি,থানার সাব ইন্সপেক্টর সমীর মন্ডল,অপর সাব ইন্সপেক্টর সমীর কর্মকার সহ বিরাট ফোর্স নিয়ে গিয়ে অভিযুক্ত হবিবর রহমানের বাড়িতে সোমবার রাতে তল্লাশি চালায় পুলিশ।পুলিশ হাবিবুর রহমানের বাড়ি থেকেই ৬৬৪ বোতল এমকেডিল নিষিদ্ধ কাপ সিরাপ, ৪০০০বোতল নেশার ট্যাবলেট তার ঘরের মধ্যে থেকে উদ্ধার করে।পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া নিষিদ্ধ এমকেডিল কাপ সিরাপ ও নেশার ট্যাবলেট এর দাম প্রায় ২লক্ষ ৪৫হাজার টাকা। সেই সঙ্গে পুলিশ পাচারের কাজে একাধিক ঘটনায় উপযুক্ত হবিবুর রহমান ওরফে হবুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গঙ্গারামপুর থানা পুলিশের দাবি , হবিবর ওরফে হবু ইতিপূর্বে বেশ কয়েকবার নিষিদ্ধ এমকেডিএল, ফেনসিডিল সহ নেশার ট্যাবলেট নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছে।ওই সমস্ত এমকেডিল ও নেশার ট্যাবলেট বাংলাদেশের পাচার করার জন্য সে বাড়িতে মজুত রেখেছিল। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বিরাট পুলিশ বাহিনী অভিযুক্তর বাড়ি গিয়ে ওই সমস্ত জিনিসপত্র উদ্ধার করে।মঙ্গলবার তাকে বালুরঘাট জেলা আদালতের এনডিপিএস আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে হেফাজত চেয়ে আবেদন করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। গঙ্গারামপুর থানা পুলিশের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।