ট্রেনের স্টপেজের দাবিতে সরব হল এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা

0
106

আলিপুরদুয়ার: কালচিনি রেল স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে সরব হল এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।
লক ডাউনের পূর্বে কালচিনি রেল স্টেশনে শিলাগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেন, বামুনহাট গামী ইণ্টারসিটি ট্রেন সহ একাধিক ট্রেনের স্টপেজ ছিল কিন্ত লকডাউনের সময় সব বন্ধ হয়ে যায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রেন গুলো স্টপেজ আজ ওবধি দেওয়া হয়নি কালচিনি রেল স্টেশনে। এছাড়া প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি।
এলাকা বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রী, ব্যবসায়ীদের প্রতিদিন যেতে হয় শিলিগুড়িতে। ট্রেনের স্টপেজ না থাকায় সমস্যায় পড়তে হয় সবার। ট্রেনের স্টপেজের দাবিতে সরব হয়েছে সবাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here