কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ একটি বাইসন উদ্ধার করল বনদফতর। এদিন জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকায় ঢুকে পড়ে ও এলাকায় দাপিয়ে বেড়ায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা ও অধিকারিকরা । বনদফতরে থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হবে।সেই অনুযায়ী ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় এবং বাইসনটিকে সফল ভাবে কাবু করে নিয়ে যায় বনদফতর । প্রাথমিক চিকিৎসার পর বাইসনটিকে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ একটি বাইসন...