তপন ব্লকের পুনর্ভবা নদী থেকে অবৈধ উপায়ে বালিপাথর তুলে বাসুরিয়া দিয়ে সেই গাড়ি যাবার ফলে সমস্যা পড়েছেন এলাকার বাসিন্দারা, গ্রামবাসীদের তরফে করা হলো পথ অবরোধও -বিষয়টি জানার পরেই প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। অবৈধভাবে পুনর্ভবা নদীঘাট থেকে বালিপাথর তুলে রাস্তা দিয়ে যাবার সময় বিপদের সম্মুখীন হচ্ছে এলাকার বাসিন্দারা বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের পুনর্ভবা নদী ঘাটের বাসুরিয়া এলাকায় পথ অবরোধ করে এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালিপাথর তুলে ওই সমস্ত গাড়িগুলি যাতায়াত রাস্তা দিয়ে যাতায়াত করায় বিপদের আশঙ্কা বাড়ছে তাদের। তাই কোন উপায় না দেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। যদিও প্রশাসন বিষয়টি জানার পরে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েত পুনর্ভবা নদীঘাট থেকে সম্পূর্ণ অবৈধ উপায়ে এলাকার বালি মাফিযারা বাসুরিয়া এলাকা দিয়ে তা নিয়ে যাবার চেষ্টা করছে বলে অভিযোগ হয়েছে।একই কায়দায় গঙ্গারামপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের বানগড়পাড়া এলাকায় পুনর্ভবা নদীঘাট থেকে বালু পাথর কিছুদিন ধরে অবৈধ উপায়ে তোলার পরে তা নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষজনেরা পড়ছে সমস্যায় বলে অভিযোগ। মঙ্গলবারই সমস্যায় পড়ে তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামের মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকার চার বাসিন্দার অভিযোগ, নিত্যদিন পথ দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা। বারবার বলার পরে এই সমস্যার সমাধান হয়নি। তাই পথ অবরোধ করতে বাধ্য হলাম। বালি পাথর নিয়ে যাওয়া এক গাড়ি চালক জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনে তারা বালিপাথর নদী থেকে তুলছেন। এতে অন্যায়ের কিছু নেই। তপন ব্লকের বিডিও ও বিএলএল আরও জানিয়েছেন,বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম ,খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে । কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তপন ব্লকের পুনর্ভবা নদী থেকে অবৈধ উপায়ে বালিপাথর তুলে বাসুরিয়া দিয়ে সেই...