শেষ দফার প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়াতে রোডশো করেন অভিনেতা সোহম চক্রবর্তী।
দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ার বিধানসভার কাঁচাকালি এলাকায় হুট খোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন অভিনেতা।
আজ কাঁচাকালি এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন,সোহম চক্রবর্তী অভিনেতা বিধায়ক,
মন্ত্রী অরূপ বিশ্বাস ,চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ,ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ একাধিক নেতৃত্ব আজ ভোট প্রচারে অংশ নেন।
এই প্রচারে তৃণমূল কর্মী সমর্থকরা কয়েক শতাধিক বাইক নিয়েও র্যালিতে অংশগ্রহণ করেন।
তাকে দেখার জন্য রাস্তার দুই ধারে সাধারন মানুষের ঢল নেমে পড়ে।
অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী বলেন মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে লক্ষাধিক ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয়ী হবে।
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জেরে মানুষ দুহাত তুলে বেরিয়ে পড়েছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী লক্ষাধিক ভোটে জিতবে। এছাড়াও তিনি বলেন পাহাড় সমতল সব জায়গায় জিতবে।
বাইট=অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী
বাইট=সোহম চক্রবর্তী
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শেষ দফার প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে...