তীব্র দাবদাহ! কুমারগঞ্জে মমতার সভায় গিয়ে প্রাণ গেল তৃণমূল কর্মীর। শোকের ছায়া মৃতর পরিবারে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ এপ্রিল ——– মমতার সভায় গিয়ে প্রান গেল তৃণমূল কর্মীর। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে। পুলিশ জানিয়েছে মৃত ওই তৃণমূল কর্মীর নাম সরিপ সরকার (৬৫)। বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী, কুমারগঞ্জের চকরাম রাই মাঠে এদিন দুপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে নির্বাচনী প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রখর রোদ ও তীব্র গরম কে উপেক্ষা করে যে সভাতেই কাতারে কাতারে মানুষের ভিড় জমে। যে সভা শেষ করে বাড়ি ফিরবার সময় বরাহার এলাকায় আচমকায় অসুস্থ হয়ে পড়েন সরিপ সরকার নামে ওই ব্যক্তি। এরপর তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যে ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকেরা। এদিকে এই ঘটনায় কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে তৃণমূল শিবির। যদিও চিকিৎসকদের প্রাথমিক তদন্তে অনুমান, প্রখর রোদ ও তীব্র গরমের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির ভাই রেজাউল সরকার জানিয়েছেন, মমতার সভাতে অংশ নিতেই সেখানে গিয়েছিলেন দাদা। যেখান থেকে ফেরার পথেই মৃত্যু হয়েছে তার।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, দলের একনিষ্ঠকর্মী ছিলেন মৃত ওই ব্যক্তি। সানস্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে বলে তাদের অনুমান। এমন অবাক করা ঘটনায় তারা সকলেই বাকরুদ্ধ।
তৃণমূল নেতা গৌতম দাস বলেন, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। তারা সব রকম ভাবে ওই কর্মীর পরিবারের পাশে দাঁড়াবেন।