মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যাক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে

0
651

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যাক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে।

সরকারি বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহীর। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যাক্তির নাম রিয়াজুল মিয়া বয়েস ৩৫ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বিকোর এলাকায়। ওই ব্যক্তি বিসরাইল স্কুলের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ভোটের ডিউটি করে বুনিয়াদপুরের দিক থেকে বাড়ি যাবার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর। সরকারী বাসটি NH ৫১২ নম্বর জাতীয় সড়কে বুনিয়াদপুরের দিক থেকে বালুরঘাট যাবার পথে হাতপুকুর একালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকের সঙ্গে। ঘটনায় মৃত্যু হয় ওই বাইক আরোহীর। মুহুর্তের মধ্যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে এলাকাজুড়ে। ঘটনাকে ঘিরে বন্ধ হয়ে যায় যানচলাচল। দীর্ঘ দেড় ঘণ্টা বন্ধ থেকে জন্য চলাচল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এর সহযোগিতায় চালু করা হয় যানচলাচল। স্থানীয়দের অভিযোগ শর্ট রাস্তার পরেও দ্রুত গতিতে চালানো হচ্ছে সরকারি বাস। পুলিশ সুধী বাইক ও গাড়ির চালান কাটতে ও রাতের অন্ধকারে গাড়ি থেকে চাঁদা তুলতে ব্যস্ত রয়েছেন যার কারণে এরকম দুর্ঘটনা ঘটে চলছে বুনিয়াদপুর শহরজুড়ে।

এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সঞ্জয় সরকার জানিয়েছেন একটি সরকারি বাস বুনিয়াদপুরের দিক থেকে বালুরঘাটের দিকে যাওয়ার পথে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। বুনিয়াদপুর শহরের মধ্যে যদি সরকারি বাস এত দ্রুত গতিতে বাস চালায় তাহলে এরকম দুর্ঘটনা ঘটতে থাকবে। এ বিষয়ে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন শুধু বাইকের চালান কাটতে ও রাতের অন্ধকারে চাঁদা তুলতে ব্যস্ত।

এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন আমাদের এলাকার ছেলেটির বাড়ি। খবর পেয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ছুটে এসেছি। এরকম দুর্ঘটনা মেনে নেওয়া যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here