ছোট একটি এলাকার সামান্য জল-সমস্যা। সেই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করতে হলো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে

0
99

জলপাইগুড়ি:

ছোট একটি এলাকার সামান্য জল-সমস্যা। সেই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করতে হলো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের পাদ্রীকুঠি বস্তির ঘটনা। এই পাদ্রীকুঠি এলাকা সহ সংলগ্ন বাঘেরটার বস্তি, গৌরীগাঁও এলাকাগুলি রুক্ষ পাথুরে, পাহাড়ি এলাকা। এইসব এলাকায় জলের সমস্যা দীর্ঘ কয়েক দশকের। ঝোরা বা নদীর জলই ভরসা বাসিন্দাদের। সেই সমস্যা দূর করতে বছর চারেক আগে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে জলজীবন মিশন প্রকল্পে কাজ শুরু হয়েছিলো। পাইপলাইন বসানোর কাজ, নতুন রিজার্ভার তৈরীর কাজ শুর হয় সেই সময় । কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মাঝপথে থমকে যায় সেই কাজ। যার ফলে জল সমস্যার সমাধান অধরাই থেকে যায়। গতবছর জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকা সংলগ্ন চালসার একটি বেসরকারি রিসোর্টে এসেছিলেন। সেই সময় বাসিন্দারা তার কাছে সমস্যার কথা তুলে ধরেন। এরপর থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে এলাকায় জলের ট্যাংক পৌছে দেওয়া হত মাঝেমধ্যে। কিন্তু তাতে সমস্যা মিটছিলো না। গত ৩১শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় কবলিত এলাকা পরিদর্শনে ফের জলপাইগুড়ি আসেন এবং দিন কয়েক চালসার সেই বেসরকারি রিসোর্টে ছিলেন। গত ২রা এপ্রিল পাদ্রিকুঠি এলাকার বাসিন্দারা ফের সেই রিসোর্টে যান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বাসিন্দাদের সেই আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌছে দেন। দেখা যায় দুদিন পর থেকেই ফের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। জলের ট্যাংকও নিয়মিত আসছে। কিছু কিছু এলাকায় কলেও জল আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই জল সমস্যা সসম্পুর্ন মিটে যাবে বলে আশাবাদি স্থানীয় ওই এলাকার বাসিন্দারা। তারা মমতা বন্দ্যোপাধ্যায়’কে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here