সংবাদদাতা,মালদহ:গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক যুবক।ঘটনাটি ঘটেছে গাজোলের কৃষ্ণপল্লী এলাকায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম দীপক পাল(২৭)।মঙ্গলবার পরিবারের লোকজন সকালে তার শোয়ার ঘরে ডাকতে গেলে দেখে যে কোন সাড়া শব্দ নেই।দরজা ধাক্কা মেরে খুলতেই দেখা যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে দীপক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদতন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।যুবকটি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।

















