ঐতিহাসিক বারুণী স্নান ও বিরাট বিশাল মেলার আয়োজনে লাখো মানুষের ভিড় হল

0
282

মহাধুমধাম সহকারে গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়িতে ঐতিহাসিক বারুণী স্নান ও বিরাট বিশাল মেলার আয়োজনে লাখো মানুষের ভিড় হল, স্নান সারলেন বহু পুণার্থী-মেলার আয়োজন হচ্ছে স্থানীয়দের মাধ্যমে তৈরি হওয়া কমিটির মাধ্যমেই
গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ মহাধুমধাম সহকারে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে অবস্থিত ঐতিহাসিক বারুণী স্নান ও বিরাট বিশাল মেলার আয়োজন করা হয়। শনিবার ভোর থেকেই পৌরসভা ও প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীদের মাধ্যমে তৈরি হওয়া মেলা কমিটির মাধ্যমেই এবছর মেলার আয়োজন করা হয়। মেলা চলবে আগামী ৪দিন ধরেই। যাকে ঘিরে মেলাতে আসা উপস্থিত সকলেই দারুন খুশি হয়েছেন। শিববাড়ির স্থানীয়দের মাধ্যমে কমিটি গঠন করে দিয়ে মেলা পরিচালনা হওয়ায় এই দিনের মেলায় পুনার্থীদের ভিড় হয়েছিল ভালোই।খুশি হয়েছেন সকলেই।
গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে ঐতিহাসিক বারুণী স্নানের পুনর্ভবা নদীতে আয়োকিত মেলাটি ঠিক কত বছরের তা অনেকেরি অজানা রয়েছে। সারা বছর জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকার পুনার্থীরা স্নান করার পাশাপাশি বিরাট মেলার এই দিনটি কবে আসবে তাঁর অপেক্ষায় বসে থাকে দর্শনার্থীরা। মধুকৃষষ্ণ ত্রৈদশী তিথিতে গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ির বারুণী স্নান ও মেলাকে ঘিরে রয়েছে বানরাজার ইতিহাস বলে সুত্রে,খবর। ঐতিহাসিক শিববাড়িতে বারুণী স্নানের মেলাটি যে এবছর কোন অসুবিধে না হয় তাঁর গঙ্গারামপুর পৌরসভা ও প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় কাউন্সিলার তথা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সহযোগীতায় ওয়ার্ডের বিশিষ্টজনেদের সঙ্গে নিয়ে আলোচনা করে একটি মেলা পরিচালন কমিটি তৈরি করে দেওয়া হয়। তারাই সেই কমিটির মাধ্যমে মেলা পরিচালনা করে। শনিবার ভোর থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শিববাড়িতে বারুণী স্নানের মেলাতে গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু দুরদুরান্ত থেকে পুনার্থীরা ভিড় করতে থাকে। স্নান সারেন পূণর্ভবা নদীতে।মেলা কমিটির তরফে পুনার্থীদের জন্য জল,থেকে শুরু করে আলোবাতির ব্যবস্থা করে দেওয়া হয় মেলাতে আসা সকল দর্শনার্থীদের সুবিধায়। এবছরও বাইর থেকে শিববাড়ি স্নানের মেলাতে এসেছে নাগরডোলা, কচিকাচাদের জন্য বিনোদনের জন্য বহু জিনিশপত্র। বসেছে বহু মনোহরির কেনাকাটার দোকানও। স্নান সারার পাশাপাশি দশনার্থীরা ঐতিহাসিক বাণরাজার শিব মন্দির সহ বহু দর্শনীয়স্থান ঘুরে দেখেন। ঘুরে দেখেন দর্শনার্থীরা বাণগড়ের বহু অংশও। বেলা বাড়তেই দশনার্থীরা মেলাতে কেটাকাটার জন্য ভিড় করতে থাকেন। যা আগামী কয়েকদিন ধরে শিববাড়ির এই মেলা চলবে বলে যানা গিয়েছে। গঙ্গারামপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ড কাউন্সিলার তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, এই মেলার বহু ইতিহাস রয়েছে। মেলাতে আসা প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। কয়েকদিন ধরে চলবে মেলা।
মেলা কমিটির এক অন্যতম সদস্য তথা কোষাধক্ষ্য সমীর চক্রবর্তী জানিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে তাদের মাধ্যমে কয়েকদিন ধরে মেলা চলবে। সকলেই আলাদা আনন্দ পাবে এখানকার মেলাতে আসার ফলে বলে মনে হচ্ছে, মেলা চলবে ৪দিন ধরে।
মেলাতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, খুবই ভালো লাগল। বারুনী স্নান ও মেলার আনন্দ নিতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই মেলা পরিচালন কমিটিকে। আগামী কয়েক দিন ধরে শিববাড়িতে বারুণী স্নানের মেলা চলবে। মেলাতে আসা সকলে সুবিধার জন্য বোঝার জন্য গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here