হরিরামপুরে বিপ্লব মিত্র করলেন দুটি জায়গায় তৃণমূলের নির্বাচনী দলীয় সভা, সেখানেই দুটি গ্রাম পঞ্চায়েতের ২জন নির্দল সদস্যরা যোগদান করল তৃণমূলে,৫০টি পরিবার বিজেপি ছেড়ে বিপ্লব মিত্র হাত ধরে যোগদান করল তৃণমূলে গঙ্গারামপুর 29 শে মার্চ দক্ষিণ দিনাজপুর।হরিরামপুর বিধানসভা এলাকার হরিরামপুরের দুটি জায়গায় বিরাট আকারে তৃণমূলের তরফে আয়োজিত দুটি সভা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তথা বালুঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র হরিরামপুর ব্লকের বৈরহট্ট বাসস্ট্যান্ড এলাকায় বিরাট আকারে দলীয় কর্মীসভা করেন।পাশাপাশি সেখানেই দুটি গ্রাম পঞ্চায়েতে ২জন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বহু বিজেপি পরিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের হাত ধরে পদ্মফুল ছেড়ে শাসকদল ঘাসফুলে যোগদান করেন বলে তৃণমূলের দাবি। হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বুনিয়াদপুরে বেশ কয়েকটি নির্বাচনী দলীয় কর্মসূচি করে এদিন বিকেলে হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র হরিরামপুর ব্লকের বৈরহট্ট গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের নির্বাচনী দলীয় সভাতে যোগদান করেন। এখানে প্রায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন বলে তৃণমূলের ব্লক নেতৃত্বের দাবি।সেখানেই পুন্ডরি গ্রাম পঞ্চায়েত ও গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের দুজন নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বিপ্লব মিত্রের হাত ধরে।সেই সভাতেই ৫০টি বিজেপি পরিবার পদ্মফুল ছেড়ে বিপ্লব মিত্রের হাত ধরে শাসকদল ঘাসফুলে যোগদান করেন বলে বিপ্লব মিত্র দাবি করেন। সেখানে তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, সমাজসেবী সাবদুল মিত্র সহ হরিরামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন, রাজ্যর মা মাটি মানুষের দল বহু উন্নয়নমূলক কাজ করেছে হরিরামপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। তিনি দাবি করেন,এই বিধানসভায় প্রচুর উন্নয়ন হয়েছে আমার হাতেই।সকলেই শাসক দলের প্রার্থীকে আশীর্বাদ করবেন বলে তিনি জানান। এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সভাতে ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর হরিরামপুরে বিপ্লব মিত্র করলেন দুটি জায়গায় তৃণমূলের নির্বাচনী দলীয় সভা