দোল উৎসবকে সামনে রেখে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায়

0
197

জলপাইগুড়ি:-

দোল উৎসবকে সামনে রেখে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায়। সোমবার জলপাইগুড়ি বিজেপি জেলা কার্যালয়ে আসেন তিনি। দ্বিতীয় বার প্রার্থী হওয়ায় দলীয় কর্মীদের শুভেচ্ছায় ভেসে যান তিনি। কর্মীদের সঙ্গে দোল উৎসবে মেতে ওঠেন।
দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার রাতেই জয়ন্ত রায়ের নামে সিলমোহর দেয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয়বার জয়ন্ত রায় প্রার্থী হওয়ায় উল্লাসের আবহ তৈরি হয় বিজেপি নেতাকর্মীদের মধ্যে । সোমবার তার জন্য অধীর আগ্রহে তিনি জলপাইগুড়ির জেলা বিজেপি কার্যালয়ে আসতেই কর্মীদের রঙিন শুভেচ্ছায় ভেসে যান জয়ন্ত রায়। তাকে গেরুয়া আবীরে রাঙিয়ে দেন বিজেপি কর্মীরা। প্রার্থীও কর্মীদের রঙ মিশে যান। চলে মিস্টিমুখের পালা।এরপর জলপাইগুড়ির শহরের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষ, ব্যবসায়ীদের সঙ্গে দোলের শুভেচ্ছা জানিয়ে জনসংযোগ করেন। শহরে অনুষ্ঠিত কয়েকটি বসন্ত উৎসবে যোগ দেন। সেখানে গান গাইতেও দেখা যায় তাকে। বিকেলে লাটাগুড়ির পৈতৃক বাড়িতে গিয়ে মায়ের পায়ে আবীর দিয়ে শ্রদ্ধা জানান জয়ন্ত বাবু। দল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন তিনি। তারপর থেকেই ঝাপিয়ে পড়বেন নির্বাচনী প্রচারে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, গতবারের তুলনায় বেশি ব্যবধানে বিজয়ী হবেন। বিরোধীদের নানা কটাক্ষের জবাবও দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here