গঙ্গারামপুর,২৫ মার্চ : বিস্ফোরণে গুরুতর জখম হল তিন শিশু। লোকসভা ভোটের আগে বিস্ফোরণের ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সীমান্তবর্তী এলাকা গোটাহার মোড়ে। আহত শিশুরা হল সৌম্যজিৎ দত্ত (৫),দেবজিৎ দত্ত (৮) ও বাবাই দত্ত (৪)। সৌম্যজিৎ ও দেবজিৎ দুই ভাইয়ের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের কাকাতো ভাই বাবাইয়ের চিকিৎসা চলছে কলকাতায়। কী থেকে বিস্ফোরণ ঘটল? তানিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার সর্ব্বমঙ্গলা গোটাহার মোড়ের বাসিন্দা দেবাশিষ দত্ত। দেবাশিষ বাবুর দুই ছেলে সৌম্যজিৎ ও দেবজিৎ এবং তাঁর ভাইয়ের ছেলে বাবাই গতকাল সন্ধ্যায় খেলছিল। খেলতে খেলতে তারা রাস্তার ধারে ব্যাটারি জাতীয় কিছু কুঁড়িয়ে পাই। সেটা নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় তিন শিশু। বিকট আওয়াজে পরিবার সহ আশপাশের লোকজন ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সৌম্যজিৎ ও দেবজিতের চিকিৎসা চলছে। কিন্তু বাবাইয়ের অবস্থা সংকট হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়।
ঘটনার পরে প্রশ্ন উঠছে এমন কী ছিল যার বিকট আওয়াজে কেপে উঠল। তানিয়ে ধন্দে সকলেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর লোকসভা ভোটের আগে বিস্ফোরণের ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সীমান্তবর্তী...