লোকসভা নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে । পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি বিশেষ অভিযান চালিয়ে কোচবিহার শহরের রাজবাড়ী পার্কের সামনে থেকে এক নাবালককে আটক করে তার তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করে ।এদিন কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরের রাজবাড়ী পার্ক এলাকা থেকে এক নাবালককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে । বন্ধুগুলো বিহারের পূর্নিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর লোকসভা নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে