কোচবিহার:- ছিনতাই এর ঘটনায় ২জনকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দুজন বর্তমান পুলিশ রিমান্ডে রয়েছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৯ মার্চ আলিপুরদুয়ারের বাসিন্দা সুদীপ কর্মকার কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ।তিনি একটি ফার্নিচার কোম্পানির কালেকশন এজেন্টের হিসেব কাজ করেন ।৯ তারিখ তিনি যখন কালেকশন করে মাথাভাঙা ঘোকসাডাঙ্গা কোচবিহার হয়ে আলিপুরদুয়ার ফির ছিলেন সেই সময় রাস্তায় তাকে একটি ছিনতাই কারী দল আটক করে মারধর করে ও তার কাছে থাকা প্রায় 2 লক্ষ 30 হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় ।এই ঘটনায় তিনি কোচবিহার কোতওয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন । পুলিশ সূত্রে জানা গেছে ছিনতাইকারী দলের নজর রয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে পুলিশ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে । বাকিদের তল্লাশি চালাচ্ছে । তবে টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ছিনতাই এর ঘটনায় ২জনকে গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।