দিল্লীর মুখ্যমন্ত্রীর গ্রেফতারী নিয়ে বিজেপির পাশে দাড়ালো আর এসপি। বালুরঘাটে ভোট প্রচারে বেরিয়ে জোটের প্রশ্ন নিয়ে অস্বস্তিতে পড়ল বাম প্রার্থী।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ মার্চ ——– প্রশ্ন চিহ্নে ইন্ডিয়া জোট! অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারী নিয়ে বিজেপির পাশে দাঁড়ালো বালুরঘাটের আরএসপি প্রার্থী। রাম-বাম মিলেমিশে একাকার, বাম- বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। শুক্রবার সাত সকালে বালুরঘাটে ভোট প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিজেপির পাশে দাঁড়ান আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। যাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় গোটা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। ঘটনা নিয়ে অবশ্য আর এসপি প্রার্থীর তেমন কোন দোষ দেখছেন না এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আরএসপি প্রার্থীর এমন মন্তব্যকে তিনি স্বাগত জানান। চুরি করলে প্রত্যেকেরই শাস্তি হওয়া প্রয়োজন। এদিকে এই ঘটনা নিয়ে বাম-বিজেপিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বালুরঘাটে বিজেপির এ টিম হয়ে কাজ করছে বামফ্রন্ট। আর যে কারণেই বিজেপির গলার সুর এখন বামফ্রন্ট নেতাদের মুখ দিয়ে শোনা যাচ্ছে।
কুশমন্ডির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব সিদ্ধান্ত কেই এবারে বালুরঘাট লোকসভা আসন থেকে লড়বার জন্য বেছে নিয়েছে আরএসপি দল। এদিন বালুরঘাটে যার প্রথম প্রচার পর্ব শুরু করেন আরএসপি প্রার্থী। সাত সকালে শহরের সাধনা মোড় এলাকা থেকে একটি ছোট্ট মিছিল বের করে ব্যবসায়ীদের কাছে পৌছাবার চেষ্টা করেন আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। তহবাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে যেতেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। কেননা বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সমর্থনে এদিন সিপিএম ও আর এস পিকে একসাথে দেখা গেলেও দেখা মেলেনি কংগ্রেস দলের। আর যা নিয়েই ব্যবসায়ীরা প্রার্থী কে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়েন, কংগ্রেস কোথায় ? যে প্রশ্নকে ঘিরেই রীতিমতো অস্বস্তিতে পড়েন প্রার্থী সহ এদিন প্রচারে হাজির হওয়া বাম নেতা কর্মীরা। যদিও এনিয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে পিছপা হয়নি বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার দাবি ওই জোট এখন ঘোট হয়ে গেছে। জোটের লাটাই কার হাতে আর সুতো কার হাতে তা কেউই বলতে পারবে না।
বালুরঘাটের আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বলেন, যে যেমন কাজ করবে সে তেমন সাজা ভোগ করবে।
তৃণমূল নেতা প্রীতম রাম মন্ডল বলেন, ইডি-সিবি আই দিয়ে গনতন্ত্রের কণ্ঠরোধ করছে বিজেপি। যার বিরুদ্ধে যেখানে বামেদের গর্জে ওঠার কথা। সেখানে বিজেপির গলার সুর বাম প্রার্থীর মুখ থেকে শোনা যাচ্ছে। বামেরা এখন রাজ্যজুড়ে বিজেপির এ টিম হয়ে কাজ করছে। রাম-বাম মিলেমিশে একাকার হয়ে গেছে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আর এস পি নেতার এমন মন্তব্যকে তিনি স্বাগত জানান। তিনি আরো বলেন, কেউ যদি চুরি করে তার শাস্তি হওয়া উচিত। তিনি নিজেও যদি কোন অন্যায় করেন তবে তারও শাস্তি হওয়া উচিত।