গঙ্গারামপুর,২২ মার্চ : মাঝে এখানো দুইদিন বাকি। তার আগে শান্তি নিকেতনের আদলে দোল উৎসবে মেতে উঠল গঙ্গারামপুর শহরের কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কচিকাঁচাদের সঙ্গে দোল উৎসবে মাতলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবিকারও।
বসন্ত মানে মনে রঙ লাগা। নানান রঙে সাজিয়ে তোলা। আগামী সোমবার রয়েছে দোল উৎসব। শেষ মুহুর্তে তার প্রস্তূতি চলছে গঙ্গারামপুর শহরজুড়ে। কিন্তু শহরের অন্যতম কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শুক্রবার থেকে দোল উৎসবে মেতে উঠল। বিদ্যালয় প্রাঙ্গনে শান্তি নিকেতনের আদলে শুরু হয় বসন্ত উৎসব। পড়ুয়াদের নাচ, গানে জমজমাট হয়ে ওঠে। অভিভাবিকারাও কোমর দোলান।একে,অপরকে নানান আবীরে সাজিয়ে তোলা হয়। আবীর খেলা শেষে সকলের জন্য মিষ্টি মুখের করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রত্যুষ তালুকদার
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর শান্তি নিকেতনের আদলে দোল উৎসবে মেতে উঠল গঙ্গারামপুর শহরের কাদিহাট অবৈতনিক প্রাথমিক...