পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তপন ব্লকের তপন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার এলাকায়। এদিন মদনাহার গ্রামের মহিলারা তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জল কষ্টে ভুগছেন তাঁরা। গ্রামের সব নলকূপ বিকল, একমাত্র সোলার চালিত সাব মার্সিবল পাম্প সেটাতে জল ওঠে না। তাই পানীয় জলের দাবিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের কর্তারা। অবশেষে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে প্রায় ঘন্টা তিনেক পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।