কোচবিহার জেলার বিধানসভার দিনহাটা ২ ব্লকের নাজিরহাট ২ নম্বর অঞ্চলের শালমারা এলাকায় গতকাল রাতে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে ফেলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে পাশাপাশি ওই এলাকায় থাকা বিজেপির সমস্ত পতাকা পুড়িয়ে ফেলা হয় বলেও অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। নির্বাচন বিধি চালু হবার পরেও বারবার যেভাবে দিনহাটার বিভিন্ন এলাকা উত্তপ্ত হচ্ছে তাতে রীতিমতো চিন্তিত সাধারণ মানুষ।