ফুলবাড়িতে গভীর রাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির চেষ্টা ও একটি বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতির দল

0
267

ফুলবাড়িতে গভীর রাতে পরপর পাঁচটি বাড়িতে চুরির চেষ্টা ও একটি বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতির দল। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার রাজীব নগর, ফুলবাড়ি সুপার মার্কেট, ও গঠমাবাড়ি এলাকায় হানা দেয় দুষ্কৃতীর দল।
রাতেই পরপর বাড়িগুলিতে চুড়ির চেষ্টা করলে অনেকেই টের পেয়ে যায়। বাসিন্দারা দুষ্কৃতির দলকে তাড়া শুরু করে। সেই সময় এই খবর পৌঁছে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছেও। থানা থেকে পুলিশ কংগ্রা ছুটে আসে। কিন্তু কাউকে ধরতে পারেনি।
বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই এলাকা এলাকা জুড়ে খবর আসতে থাকে চুরিসহ লুটপাটের।
যদিও এখনো পর্যন্ত পাঁচটি বাড়িতে চুরি চেষ্টা করা হলেও একটি বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীর দল।
ফুলবাড়ী রাজিবনগর এলাকার বাসিন্দা ইভারানী মন্ডল ৬০ বছর বয়স এবং তার স্বামী মনি মোহন মন্ডল তিন তলা ঘরের দ্বিতীয় তলায় আলাদা আলাদা রুমে ঘুমান।
দুষ্কৃতির দল দোতলায় উঠে ইভারানী মন্ডলের রুমে ঢুকে তাকে মারধর করে চোখের সামনে ঘরের জিনিসপত্র টাকা-পয়সা ও সোনার অলংকার গুলি নিতে থাকেন এবং ইরানের মন্ডলের শরীলেও সেই সময় সোনার অলংকার ছিল সেগুলি চোরের দল এক এক করে খুলে নেয় বলে অভিযোগ। দুষ্কৃত দল লুটপাটের পর বেরিয়ে গেলে তিনি চিৎকার করেন এবং ছুটে আসেন।
এই ঘটনার পর সকলেই আতঙ্কিত এবং তারা চাইছেন অবিলম্বে দুষ্কৃতীর দলটিকে ধরা হোক। এদিন যে কয়টি বাড়িতে হানা দিয়েছিল অনেকেই বললেন যে তিনজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এই তাণ্ডব নীলা চালায়।
তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এলাকার বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
এদিন ফুলবাড়ী এলাকায় যেসব বাড়িগুলিতে হানা দিয়েছে চোরের দল তাদের নাম ইভা রানী মন্ডল, দীপঙ্কর দেবনাথ ,ক্ষিতীশ রায়, জয়া বৈরাগী, সাধন চন্দ্র, ও নিতাই চন্দ্র দেবনাথের বাড়িতে।
এদের মধ্যে ইভা রানী মন্ডলের বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here