বিয়ের দেড় মাসের মধ্যে বাবার বাড়িতে বেড়াতে এসে আম গাছ থেকে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের হযরতপুর গ্রাম পঞ্চায়েতের ধুলাহার এলাকায়।
জানা যায়, মৃত গৃহবধূর নাম ফুলফুলি বর্মন (২২), বাবার নাম উত্তম বর্মন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে গঙ্গারামপুর থানার সুনাইল এলাকায় বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। দু’দিন আগে ধুলাহারে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। এদিন সকালে বাড়ির সামনে আমগাছে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর এলাকায় জানাজানি হতেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তপন থানার পুলিশ।
স্থানীয়দের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ