তপন,১৫ মার্চ : একদিকে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করা। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কর্মীসভা করল তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা ) তৃণমূল কংগ্রেস কমিটি। শুক্রবার সন্ধ্যায় সভার আয়োজন করা হয় করদহ জেলা পরিষদের মার্কেট ভবনে। এদিনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র। এছাড়াও সভায় হাজির ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা ) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা, তৃণমূল নেতা রামপ্রসাদ রায় প্রমুখ। অপর দিকে তপনের রামপুরে তৃণমূলের কর্মী সভা করা হয়।
(বাইট প্রশান্ত মিত্র )