তপশিলি সংলাপের ট্যাবলো উদ্ধোধন করলেনবালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র

0
308

একটি কর্মসূচির মধ্যদিয়ে শনিবার তপনের বালাপুরে তপশিলি সংলাপের ট্যাবলো উদ্ধোধন করলেনবালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র।
রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প গুলিকে হাতিয়ার করে ভোট প্রচার করতে শুরু করেছে তৃণমূল। সেই তপশিলি সংলাপ ট্যাবলোর উদ্ধোধনের মধ্য দিয়ে গ্রামীন তপশিলি এলাকায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। শনিবার তপনের বালাপুরে ফ্লাগ দেখিয়ে তপশিলি সংলাপের ট্যাবলো সূচনা করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।তপশিলি সংলাপ ট্যাবলো উদ্ধোধনের পাশাপাশি কর্মী সভা করে ভোট প্রচার করেন।এছাড়াও তিনি দলীয় কর্মীদের সঙ্গে দেয়াল লিখনে হাত লাগান। এদিনের কর্মসূচিতে বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি(তপন বিধানসভা ) সুব্রত রঞ্জন ধর, (গঙ্গারামপুর বিধানসভা ) ব্লক সভাপতি সমীর রাহা,ডিপিএসপির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা,তৃণমূল নেতা অজয় বর্মন,শ্রমিক নেতা কমল টিগ্গা প্রমুখ।

(ছবি আছে )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here