নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের কয়েক ঘন্টা আগেই বালুরঘাট-দিল্লী ট্রেন চালুর বিজ্ঞপ্তি রেল দপ্তরের। জোর প্রচার বিজেপির, ভাওতাবাজি বলল তৃণমূল
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ মার্চ ——– নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের কয়েক ঘন্টা আগেই বালুরঘাট-দিল্লী ট্রেন চালুর বিজ্ঞপ্তি জারি রেলদপ্তরের। ঢাকঢোল পিটিয়ে ভোট প্রচার শুরু বিজেপির। স্টান্ট বাজি বলে আখ্যা তৃণমূলের। শনিবার দুপুরে রেল দপ্তরের প্রকাশ করা একটি বিজ্ঞপ্তি জারি হতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয় গোটা দক্ষিণ দিনাজপুরে। আর যাকে নিয়েই রীতিমতো ঢাকঢোল পিটিয়ে নির্বাচনী প্রচারে নামে গেরুয়া শিবির। এদিন ভোটপ্রচারে বেরিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে ঢালাও ভাবে সেই প্রচারও করতে দেখা গেছে বিভিন্ন সভাতে। তবে নির্বাচন ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে কিভাবে এমন বিজ্ঞপ্তি জারি হল তানিয়ে প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যেই। আর যাকেই নির্বাচনী স্টান্ট বাজি বলে ব্যাখ্যা করেছে তৃণমূল। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতেই ভোটের আগে মানুষকে কিছুটা বোকা বানিয়ে বিজেপি এসব স্টান্ট বাজি করছে।
তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, বিজ্ঞপ্তি জারি হতেই পারে। তার মানেই রেল চালু হওয়া নয়। এপ্রিল মাসের আগে কোনভাবেই ট্রেন চালু সম্ভব নয় জেলায় এসে একপ্রকার স্পষ্টভাবে জানিয়েছিলেন ডিআরএম। কিন্তু তারপরে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এসব স্টান্ট বাজি করে লোকজনকে বোকা বানানোর চেষ্টা করছে।
সুকান্ত মজুমদার বলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি মতোই রেল দপ্তর বালুরঘাট থেকে দিল্লী পর্যন্ত ট্রেন চালু করবার ঘোষণা করেছে। সপ্তাহে সাত দিন চলবে সেই ট্রেন।