জমি বিবাদের জেরে অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের সঙ্গে সহায়িকার পরিবারের সংঘর্ষ। আহত সহায়িকা এবং তার যা । থানায় অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘী থানার মাটিয়ানি গ্রামে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, মাটিয়ানি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে রয়েছেন উষা সিনহা । সহায়িকা হিসেবে আছেন জয়ন্তি রানি সিনহা। মাটিয়ানি এলাকার একটি মাঠের জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবদ বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে কর্মী এবং সহায়িকার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জখম হন সহায়িকা জয়ন্তি রানি সিনহা। জয়ন্তীদেবী কেন্দ্রের কর্মী সহ তিনজনের বিরুদ্ধে করণদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । জোর করে কর্মীর কাছ থেকে জমি হাতিয়ে নেবার অভিযোগ এবং সহায়িকার পরিবারের লোকরা তার উপর হামলার অভিযোগ করে করণদিঘী থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ। তারা আর কি কি অভিযোগ করেছেন শুনুন।