কোচবিহার :- লোকসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য বক্সিরহাট থানার পুলিশের। টাকোয়ামারি এলাকা থেকে গ্রেফতার কে এল ও লিংক ম্যান। প্রসঙ্গত ২০২৩ সালের ৪ই নভেম্বর তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের টাকোয়ামারি এলাকা থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ায়। পরবর্তীতে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল তাজা বোমাটিকে নিষ্ক্রিয় করে। এরপরই তদন্ত শুরু করে বক্সিরহাট থানার পুলিশ! তদন্তে উঠে আসে মনোজিৎ বর্মন নামে এক যুবকের নাম। এরপরে চলতি মাসের ৫ তারিখ অসম থেকে গ্রেপ্তার করা হয় মনোজিৎ বর্মনকে। এরপর তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মনোজিৎ বর্মনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে উঠে আসে হরিশংকর বর্মন নামে আর এক যুবকের নাম। গতকাল টাকোয়ামারি এলাকা থেকে হরিশংকর বর্মনকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ করে পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। লোকসভা নির্বাচনের আগে পরপর দুই কে এল ও লিংক ম্যান গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।