জল্পনার অবসান! সুকান্তর গড়ে তৃণমূলের ভরসা বিপ্লব মিত্রই।

0
268

জল্পনার অবসান! সুকান্তর গড়ে তৃণমূলের ভরসা বিপ্লব মিত্রই। ব্রিগেডের ময়দান থেকে নাম ঘোষণা হতেই হইহুল্লোড় দক্ষিণ দিনাজপুরে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ মার্চ ———- সুকান্তর গড়ে তৃণমূলের ভরসা বিপ্লব। রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রীর নাম বালুরঘাট কেন্দ্র থেকে ঘোষণা হতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয় গোটা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। একইসাথে অবসান ঘটে প্রার্থী নিয়ে নানা জল্পনারও। রাজ্যের অন্যতম হেভিওয়েট আসনে তৃণমূল তাদের প্রার্থী হিসেবে সাংগঠনিক নেতৃত্বর উপর ভরসা রাখায় কিছুটা চাপে অনান্যরা। প্রসঙ্গত, ২০১৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেই রাজ্যের শাসকদল তথা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বিপুল ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যারপর থেকেই একের পর এক পদোন্নতি ঘটেছে সুকান্তর। বর্তমানে রাজ্য সভাপতি হিসাবেও দলের দায়ীত্বভার পালন করছেন তিনি। যাকেই আরো একবার এই কেন্দ্রে টিকিট দিয়েছেন বিজেপি দল। অন্যদিকে রাজের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফলাফল গত লোকসভা নির্বাচনে আশানুরুপ না হওয়ায় অনেক আগে থেকেই এই কেন্দ্রে কৌশল বদলাবার প্রক্রিয়ায় জোর দিয়েছিল তৃণমূল। যে প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রে কার্যত বিরোধীদের ধরাশায়ী করেছে শাসক দল। এবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্পূর্ণ ভিন্ন কায়দায় রণ কৌশল সাজাতে দলের পুরনো যোদ্ধা বিপ্লব মিত্রকেই এই কেন্দ্রে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যে হিসেবে জেলায় বেশকিছুদিন আগে থেকেই সংগঠনিক রদদলও ঘটিয়েছে তৃণমূল। শুধু তাই নয়, খোদ বিজেপির রাজ্য সভাপতির জয়ী কেন্দ্র ছিনিয়ে নিতে তৃণমূল কংগ্রেস একাধিক ভিন্ন পন্থা অবলম্বন করছে এই কেন্দ্রে। যে হিসাবেই একাধিক তৃণমূল প্রার্থীর নাম এই কেন্দ্রে উঠে আসলেও দলের ভরসা সেই বিপ্লব মিত্রের কাধেই। তবে হেরে যাওয়া বালুরঘাট আসনটি এবারে ছিনিয়ে নিতে সংগঠনের উপরই যে ভরসা রাখছে দল তার কিছুটা ইঙ্গিত মিলেছে খোদ দলের প্রার্থীর গলাতেও।

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, বিজেপির রাজ্য সভাপতির সাথেই এই কেন্দ্রে তার মূল লড়াই। দল ভরসা করে তাকে প্রার্থী করেছে এই কেন্দ্রে। লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হলেও এই কেন্দ্রে তারাই এগিয়ে থাকবেন। কেননা মানুষের পাশে সারা বছর লড়াই আন্দোলনে তারা তৃণমূল কর্মীরাই থাকেন। আর তাই ভোটাররা বিজেপিকে ছুড়ে ফেলে দিয়ে তৃণমূলকেই ক্ষমতায় আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here