আল আমিন মডেল মিশন এর পক্ষ থেকে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নুরপুর মাঠে

0
234

আল আমিন মডেল মিশন এর পক্ষ থেকে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নুরপুর মাঠে।

প্রতি বছরের মত এবছরও আল আমিন মডেল মিশনের পক্ষ থেকে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার নুরপুর মাঠে। পড়াশোনায় মেধা ছাত্র ছাত্রী হবার পাশাপাশি প্রয়োজন খেলাধুলার। এদিন খেলার শুরুতেই নুরপুর এলাকায় বর্ণাঢ্য শোভা যাত্রা করা আল আমিন মডেল মিশনের ছাত্রী ছাত্রীদের নিয়ে। মাঠে পতাকা উত্তোলন করে নিত্য পরিবেশনের মধ্যে দিয়ে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শুরু করা হয়। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, বস্তা দৌড়, মিউজিকাল চেয়ার সহ আরো অন্যান্য প্রতিযোগিতা ছিল। পাশাপাশি যেমন খুশি সাজো, নাচ, গান, আবৃত্তি সহ আরো অন্যান্য সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ট্রফি। এদিনের এই অনুষ্ঠানে মিশনের ছাত্র ছাত্রীরা সহ অভিভাবক অভিভাবিকা ও এলাকার স্থানীয় মানুষজনেরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দেখাবার জন্য মাঠে উপস্থিত হন। ক্রিয়া প্রতিযোগিতায় ভীষণ ভাবে আনন্দ উপভোগ করেন সকলে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলপুকুর আল আমিন মিশনের সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবী তোফিজার রহমান, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, আল আমিন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন আজকে আমি নুরপুর আল আমিন মডেল মিশনের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগলো। এই অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান করতে দেখলাম। পড়াশোনার পাশাপাশি মেধা ছাত্র হওয়ার জন্য প্রয়োজন খেলাধুলার।

এ বিষয়ে আল আমিন মডেল মিশনের কর্ণধার জামিলা আক্তার জানিয়েছেন আল আমিন মডেল মিশনের পক্ষ থেকে প্রতি বছরের মত এ বছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন এটি অনুষ্ঠানে স্কুল ছাত্র-ছাত্রীসহ অভিভাবক অভিভাবকী কারা ও স্থানীয় মানুষজনরা ভীষণভাবে আনন্দ উৎসবে মেতে উঠেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here