আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের এমএলে হাট থেকে রাঙালিবাজনা পর্যন্ত নতুন সড়কের শিল্যান্যাস করা হয়

0
190

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের এমএলে হাট থেকে রাঙালিবাজনা পর্যন্ত নতুন সড়কের শিল্যান্যাস করা হয়। এ বিষয়ে উল্লেখ্য, এই সড়ক নির্মাণের দাবি কুড়ি বছর ধরে আন্দোলন করছেন এলাকাবাসীরা। তারা জানান, এশিয়ান হাইরোডের সাথে সংযোগকারী এই সড়ক দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে।ফলে পড়ুয়াদের স্কুলে, রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হত বাসিন্দাদের। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলনেও সামিল হয়েছেন তারা।’ অবেশেষে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় মুখে হাসি ফুটেছে এলাকাবাসীর। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘ভোটের সময় জনপ্রতিনিধিরা বাসিন্দাদের রাস্তা তৈরির আশ্বাস দিয়েছিলেন।সেই মোতাবেক প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এলাকায় রাস্তা তৈরি হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here