হিলিতে নতুনভাবে সেজে উঠল বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

0
225

মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাত ধরে প্রায় এক যুগ পর হিলিতে নতুনভাবে সেজে উঠল বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন জেলাশাসকের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ মার্চ ——- সিএমওএইচের হাত ধরে প্রায় এক যুগ পর হিলিতে নতুনভাবে সেজে উঠল বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চালু করা হল দশ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিষেবাও। শুক্রবার দুপুরে ফিতে কেটে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ দাস, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অনান্য স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী, হিলির ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি জেলার অনান্য পুরনো স্বাস্থ্য কেন্দ্র গুলির মধ্যে অন্যতম। রাতবিরেতে প্রত্যন্ত এলাকার মানুষদের সুবিধার্থেই এক সময় নির্মিত হয়েছিল ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। পরবর্তীতে শুধুমাত্র ভবনের ভগ্নদশাপ্রাপ্ত অবস্থায় নয়, কর্মী ও চিকিৎসকের অভাবে ধুকতে থাকে সীমান্ত এলাকার ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। স্থানীয় মানুষদের দাবি মেনে ২০১২ সালে ভবনটি মেরামত করে ফের একবার চালু করবার উদ্যোগ নেওয়া হলেও চিকিৎসক ও কর্মীর অভাবে কার্যত বন্ধ হয়ে যায় দশ শয্যা বিশিষ্ট ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবাটি। এরপর জেলায় এসেই বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। যার তৎপরতায় এদিন নতুন ভাবে সাজিয়ে তোলা ওই দশ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। দুজন মেডিকেল অফিসার, চারজন নার্সিং স্টাফ, একজন টেকনিশিয়ান ও চারজন সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রের সঠিক পরিষেবা প্রদানের জন্য বলে স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর। এদিন দীর্ঘ বছর পর যা চালু হতেই রীতিমতো খুশিতে আপ্লুত হয়েছেন বিনশিরা এলাকার বাসিন্দারা।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন, এলাকার মানুষের চিকিৎসার সুবিধার্থে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল বিনশিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। দুজন মেডিকেল অফিসার সহ প্রায় ১১ জন কর্মী নিয়োগ করে নতুনভাবে সাজিয়ে সাধারণ মানুষের জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনই যেখানে তিনজন রোগীও ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here