রাতারাতি বদল হলো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন, ঘটনায় শোরগোল বুনিয়াদপুর পৌর এলাকায়।
জানা যায় হঠাৎ রাজ্য কমিটির নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন কে সরিয়ে কমল সরকার কে করা হলো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন। যদিও ভাইস চেয়ারপারসন পদে জয়ন্ত কুন্ডুর উপরেই আস্থা রেখেছেন রাজ্য কমিটি। গতকাল রাতে হঠাৎ গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে পৌর প্রশাসক বদলির খামবন্দী চিঠি এসে পৌঁছায়। এরপরেই শুরু হয়ে যায় তোর জোর। ২০১৭ সালের পৌরসভার ভোটে মোট তেরোটি ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপরেই বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান পদে বসেন অখিলচন্দ্র বর্মন, ও ভাইস চেয়ারম্যান পদে বসেন জয়ন্ত কুমার কুন্ডু। এরপরে যা পাঁচ বছর অখিল চন্দ্র বর্মন পৌরসভার চেয়ারম্যান পদ সামলেছেন, এরপরেই অখিল বাবুর পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেলেও তাকেই আবার চেয়ারপারসন করে বসানো হয় পদে, যথাযথ ভাইস চেয়ারপারসন করা হয় জয়ন্ত কুমার কুন্ডুকে। লোকসভা ভোটের আগে হঠাৎ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন রাতারাতি বদল হওয়ায় শোরগোল বুনিয়াদপুর পৌর এলাকায়। যদিও সদ্য দায়িত্ব নেওয়ার পরে বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন কমল সরকারকে বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন শাখা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে। যদিও এতে ভাগের রাজনীতি দেখছেন বিজেপি নেতৃত্বরা।
এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, রাজ্য কমিটির নির্দেশেই তাকে তার পথ ছেড়ে দিতে হয়েছে। নতুন চেয়ারপার্সন হয়েছেন কমল সরকার। সময় পরিবর্তনশীল তাকে এতদিন দল দায়িত্ব দিয়েছিলেন তাই তিনি তার পথ সামলেছেন।এখন দল মনে করছেন তাকে সরিয়ে দিতে হবে সেই জন্যই সরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে বিজেপির টাউন মন্ডল সভাপতি দিপেশ বসাক জানিয়েছেন, আমরা আজকে সকালেই শুনতে পেয়েছি যে অখিল চন্দ্র বর্মনকে সরিয়ে তার জায়গায় কমল সরকারকে নিয়ে আসা হয়েছে।আমরা চাই তারা ভোটে জিতে মানুষের রায় নিয়ে ক্ষমতায় বসুক। এইভাবে পেছন দরজা দিয়ে প্রশাসক বসিয়ে কোন লাভ না হবে না। তিনি আরো জানান এ সবই ভাগের রাজনীতি। যে বেশি ভাগ দিতে পারবে সেই ক্ষমতায় থাকবে।
যদিও বিজেপির এই দাবি উড়িয়ে নবনিযুক্ত বুনিয়াদপুর পৌরসভার পৌরপ্রশাসক কমল সরকার জানিয়েছেন, দল আমার উপর আস্থা রেখেছেন তাই আমাকে পৌর প্রশাসকের জায়গায় বসিয়েছেন, আগামী দিনে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব। বুনিয়াদপুর পৌরবাসীকে তাদের সমস্ত রকম পরিষেবা পৌঁছে দেব।